এক পাগল আরেক পাগলকে বলতেছে-
পাগল ১ পাবনাঃ লোকে শুনি মন্ত্রী মন্ত্রী কয়। কিন্তু মন্ত্রী দেখতে কেমনরে?-
পাগল ২ পাবনাঃ আরে শুনাতাছি স্ব-পাগল মন্ত্রী নাকি বলতাছে মাইনষে বিল্ডিং ঠেইলা ফালাইয়া দিয়াছে।
পাগল ১ পাবনাঃ আরে বেটা সে তো দেখি আমাদের রিযিকে হাত দিইয়া পালাইছে।
পাগল ২ পাবনাঃ রিযিকে হাতে দিছে মানিটা কি?
পাগল ১ পাবনাঃ সে যেমনে আবোল তাবাল বলতাছে, মানুষ পাগল ভাইবা আমাদের যে খাওন দিতো, এখন তো তারে দিয়া দিবো। কি করবি চিন্তা করছস কিছু।
পাগল ২ পাবনাঃ আরে চিন্তার কিছু নাই, খাইয়া থাকি আর না থাকি স্ব-পাগল মন্ত্রীতো একজন পেলাম!
পাগল ১ পাবনাঃ ও! তাহলে মন্ত্রী দেখতে কি এমন?!!
স্ব-পাগল মন্ত্রীঃ ঐই! কেরে আমারে মিথ্যা অপবাদ দিলি? আমি কি পাগল তোদের এর চেয়ে বেশি পাগল উপাদী দিয়া পালামু।
পাগল ১ পাবনাঃ আরে স্ব-পাগল মন্ত্রী তুই আমাদের পাবনা আস্তনা ছাইড়া দিয়া যাইয়া মন্ত্রী হইছস, আবার খানাতেও ভাগ বসাইছস।
স্ব-পাগল মন্ত্রীঃ আরে দুই পাগল শুন তোদের জন্য সু-খবর আছে, আমি প্রধানমন্ত্রী কাছে তোদেরসহ সকল পাগলকে মন্ত্রী বানানোর জন্য আবেদন করতাসি।
পাগল ২ পাবনাঃ আরে গাধা স্ব-পাগল মন্ত্রী তোর এসব কিছু প্রয়োজন নেই। তুই মন্ত্রীগীরি ছাইড়া দিয়া আমাদের আস্তানায় চইলা আয়। তোরে উত্তম মধ্যম দিয়া সোজা কইরা দিমু।
সর্বশেষ এডিট : ২৭ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:৫৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





