
হত্যাকারীর নাম মঙ্গল ,পিতা: তালা খান। সে মূলত পাকতিয়া প্রদেশের সাইদ কারাম জেলার বাসিন্দা। তবে সে বর্তমানে খোস্ত প্রদেশের আলিশিরো-তেরেজিও জেলায় বসবাস করছিল।
কিসাস কার্যকরের পূর্বে মামলাটি আদালতের বিভিন্ন ধাপে পুঙ্খানুপুঙ্খ তদন্ত করা হয়। অতঃপর আমীরুল মু'মিনীন হিবাতুল্লাহ আখুন্দজাদা হাফিযাহুল্লাহ'র চূড়ান্ত অনুমোদনের পর কিসাস কার্যকরের সিদ্ধান্ত নেওয়া হয়। ভুক্তভোগী পরিবারের নিকট হ*ত্য|কারীকে ক্ষমার জন্য অনুরোধ জানানো হলে তারা অপরাধীকে ক্ষমা করতে অস্বীকার করে।
খোস্ত প্রদেশের আপিল আদালতের প্রধান এই প্রসঙ্গে বলেন, অমানবিক হ*ত্য|ক|ণ্ড এক ধরনের ঘাতক ব্যাধি। এই ব্যাধি নির্মূলের একমাত্র সমাধান হল মহান আল্লাহর আইন বাস্তবায়ন।
উল্লেখ্য যে, এর আগেও বেশ কয়েকটি কিসাস কার্যকর করেছে ইমারাতে ইসলামিয়া সরকার। ইসলামি শরিয়াহ বাস্তবায়ন ও একটি দায়িত্বসম্পন্ন শাসনব্যবস্থা হিসেবে এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে আফগান মুসলমানগণ।
সর্বশেষ এডিট : ০৪ ঠা ডিসেম্বর, ২০২৫ দুপুর ১:২৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


