
প্রকল্পের দ্বিতীয় ধাপের মোট দৈর্ঘ্য ৩০৫ কিলোমিটার। এর মধ্যে ১২৫ কিলোমিটার লাইনের তার টানার (লাইন-কশি) কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। মোট ৭৭৫টি টাওয়ারের মধ্যে ৬৪৯টি টাওয়ার স্থাপন সম্পন্ন হয়েছে, অবশিষ্ট রয়েছে মাত্র ১২৬টি। এছাড়া টাওয়ারের ভিত্তিনির্মাণের কাজও প্রায় শেষের পথে। ৭৭৫টি মধ্যে মাত্র ৯টি ভিত্তিনির্মাণ বাকি আছে।
দা আফগানিস্তান ব্রেশনা কোম্পানির কর্মকর্তারা জানিয়েছেন, প্রকল্পের বাকি অংশও দ্রুত এবং আন্তর্জাতিক মান অনুসরণ করে সম্পন্ন করা হবে। পাশাপাশি, অগ্রগতির সকল তথ্য নিয়মিতভাবে জনগণ ও গণমাধ্যমে জানানো হবে। এই প্রকল্প চালু হলে আফগানিস্তানের বিদ্যুৎ সঞ্চালন ক্ষমতা বহুগুণে বৃদ্ধি পাবে এবং দেশের বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা স্থিতিশীল ও টেকসই হবে ইনশাআল্লাহ
সর্বশেষ এডিট : ০৪ ঠা ডিসেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:৩৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


