
মন্ত্রণালয়ের স্থায়ী বসতি কমিটির সচিব ইঞ্জিনিয়ার ফাহিমুল্লাহ জাকারিয়া জানান, খোস্ত প্রদেশের কেন্দ্রে অবস্থিত সাহরা বাগ এলাকায় মোট ১৩০০ জেরিব (প্রায় ৬৫০ একর) জমিতে একটি বিস্তৃত, আধুনিক ও সুপরিকল্পিত শহর নির্মাণ করা হবে। পরিকল্পনাটি স্থানীয় চাহিদা, আন্তর্জাতিক নগরায়ন মানদণ্ড এবং নিরাপদ বসবাসের নীতির ভিত্তিতে তৈরি করা হয়েছে।
তিনি আরও বলেন, শহরের মধ্যে মোট ১৪৭৫টি আবাসিক প্লট বিভিন্ন আকারে ভাগ করা হয়েছে, যাতে বিভিন্ন ধরনের পরিবারের চাহিদা পূরণ করা যায়। এ প্রকল্পে স্কুল, ক্লিনিক, মসজিদ, বাজার, প্রশস্ত প্রধান ও অভ্যন্তরীণ সড়ক, পার্ক, সরকারি সেবা কেন্দ্র এবং অন্যান্য সামাজিক স্থাপনার জন্য পৃথক জায়গা নির্ধারণ করা হয়েছে।
এছাড়াও, এ প্রকল্পে পরিবেশ সুরক্ষা, পানি সরবরাহ ব্যবস্থা, ড্রেনেজ নেটওয়ার্কসহ সব ধরনের মৌলিক নগর অবকাঠামো আধুনিকভাবে পরিকল্পনা করা হয়েছে।
এ প্রকল্পটি সম্পন্ন হলে খোস্ত প্রদেশের গৃহহীন শরণার্থী পরিবারগুলো স্থায়ী আশ্রয় পাবে। একই সঙ্গে তাদের সামাজিক, অর্থনৈতিক ও মানবিক পরিস্থিতির উন্নতি ঘটবে এবং অনিয়ন্ত্রিত নগরায়ণ রোধে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে
সর্বশেষ এডিট : ০৫ ই ডিসেম্বর, ২০২৫ সকাল ১১:৪৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


