
যখন প্রতি দিনকার সামুর পাতায় রাখি চোখ
আমি কেবলি ভেঙে পড়ি, মনটা বড়ো ভার
ভাবি চলে যাবো, তবু বারে বারে হই এ ধার
যেখানে হেঁটে বেড়াতাম, ছিল মুক্তি, ছিল সাধনা
ছিল পরম প্রশান্তি ছিল অবসর কাটাবার ঠিকানা।
নতুন ও পুরাতন পোস্টে গিয়ে বলো বাজাতে বাঁশি
আমার পোস্টে ঝড়ে পড়ে তোমাদের নির্মল হাসি
তোমরা যখন আবদার কর, আমি পরি দুটানায়
মনটা হয়ে যায় বিষণ্ন , লিখতে না পারার যন্ত্রনায় ।

নিরাবতা পেয়ে বসে সময় কাটে মহা প্রয়ান ভাবনায়
চাই না বলা হোক আমার কথা , নহে কোন কামনায়
তোমাদের কামনা সে যেন এক মহা মায়ার বাধন
আমি তো রোবট নই, কেমনে হবে প্রকাশ সাধন।
নীজ "মর্যাদা" শব্দটা শুনেছ কি তোমরা কভু?
তার মানে জানো? তার গভীরতা বুঝো কভু?
লিখ তোমাদের নব নব ভাবনা, ভরে উঠুক পত্র পৃষ্ঠা
লেখনী কেবল শক্তি নয়, বরং হয়ে উঠবে মহা স্রষ্টা।
আমিও একদিন ছিলাম দৃঢ়, ছিল লেখার মনোবল
সে জায়গা আজ শুন্য, আমার লেখনি প্রায় অস্তাচল
তোমাদের কাজ আজ সামুর পাতাকে সুন্দর করা
যেন আমি অনুভব না করি ব্যথা আর জ্বরা ?
আমি চাই তোমরা সামুকে এমনভাবে ভালোবাসো
যেমন তোমরা চাও, তোমাদেরকেও কেউ ভালোবাসুক
তবেই তো প্রিয় সামু ব্লগ পাবে এক মানবিক সমাজ
যেখানে কেউই ঠকবে না, সবারই থাকবে আজাদ রাজ।
সকলের প্রতি শুভ কামনা রইল ।
সর্বশেষ এডিট : ০৩ রা আগস্ট, ২০২৫ রাত ২:৪৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


