
ব্লগের একি হাল , অনলাইনে মাত্র ২ জন ব্লগার
যাহোক শান্তনা এই সামু ব্লগ সাম্রাজ্যে এখনো
সুর্য যায়না অস্তাচলে নিভু নিভু হয়েও জ্বলে
এ অনুভুতিতে লেখা কবিতা খানি দেখুন নীচে।
...............
ঝড় থেমে গেলে যে নীরবতা ঘিরে ধরে চারদিক
সেই নীরবতার মাঝেই যেন পৃথিবী শেখে ধৈর্য
পাতাহীন শাখায়ও থাকে সকুজের সম্ভাবনা
অন্ধকারের গভীরতা যতই গাঢ় হোক
তার ভেতরেই জাগে আলো ফোটার বীজ।
পথ হারিয়ে মানুষ হাটে বারবার
তবুও আকাশ ফুরোয় না
নক্ষত্রগুলো দাঁড়িয়ে থাকে নীরব প্রহরী হয়ে
স্মরণ করিয়ে দেয় হারানো মানেই শেষ নয়
বরং আবার শুরু করার গোপন ইশারা।
সময়ের নদী বয়ে যায় নিরবে নিঃশব্দে
তবে তার বুকে লিখে রাখে ক্ষনিকের ঘটনা
কেউ গড়ে সাময়িক আবার কেউ ভেঙে যায়
তবু জীবনের পথচলায় থেমে থাকে না স্রোত
কারণ জীবন নিয়ে বাঁচা মানেই
পুনরায় সবেগে ঘুরে দাঁড়ানো
নিজেকে নতুন করে আবিষ্কার করা।
এ কবিতা লেখা যখন হল শেষ
ব্লগবাগানে দেখায় ব্লগারের হিসাব
যেন এক দু তিন চার পাঁচ ছে সাত
আট ন দশ গার বার তের......
কামনা করি এমন্ই হোক ব্লগার বিকাশ।
সর্বশেষ এডিট : ২৩ শে ডিসেম্বর, ২০২৫ ভোর ৬:১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


