বৃষ্টি তোমাকে আজ খুব কাছ থেকে ছুঁয়েছে ! ভীষণ কাছ থেকে !
ঠিক যেমন আমি ছুঁয়েছিলাম আমার প্রথম প্রেমের প্রথম স্পর্শকে !
জান বৃষ্টি ?
এই স্পর্শ একদিন আমার বুকেতে অসময়ে যুবক হওয়ার স্পর্ধা এনে দিয়েছিল !
কীভাবে একাকিত্বের যন্ত্রনা অনুভব করতে হয় তা শিখিয়েছিল !
শূন্যতার ও যে একটি নিজস্ব ব্যকরণ বোধ আছে তা জানিয়েছিল !
তোমার মনে আছে বৃষ্টি !
শেষ আষাড়ের আমান্ত্রনে তুমি কেঁদে যখন আভিমান ভাঙ্গলে ,
সেদিন রিক্সাওয়ালার মনে একধরনের রহস্যময় চাঞ্চল এনে দিয়েছিলে,
বদ্ধ হুকের রুদ্ধ ভালবাসায় পেডেলের গতি তখন বাস্তবিক ভাবেই অসীম ছিল !
বৃষ্টি ! তুমি আজ আবার এলে !
নিছক একটি লিলুয়া অতীত হয়ে !!
বৃষ্টি !! তোমাকে আজ আমি খুব কাছ থেকে দেখেছি !! খুব কাছ থেকে !
যে ভাবে দেখেছিলাম ওর চোখে আমার শেষ স্বপ্ন গুলোকে... !!
সর্বশেষ এডিট : ০২ রা অক্টোবর, ২০১০ দুপুর ২:৩৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




