কিছুদিন আগে ফেসবুক তার নতুন লুক পেয়েছে। কিছু কিছু ফিচারেও পরিবর্তন এনেছে। সবচেয়ে বেশি পরিবর্তন এনেছে প্রোফাইল অপশন এ। নতুন এই লুকের সাহায্য অনেকে কিন্তু তাদের প্রোফাইলে মারাত্মক ক্রিয়েটিভিটির মুন্সিয়ানা দেখিয়েছেন। আপনারাও চেষ্টা করে দেখতে পারেন।

১. এই ছবিটা প্রথম হয়েছে। ছবিটায় বিশেষত্বটা হলো এটা খুব পারফেক্ট ভাবে করা হয়েছে।

২. পায়ের গন্ধ ! প্রোফাইলের মালিক কিন্তু ভালই কম্বিনেশন করেছেন এখানে

৩. উফ ছবিটা দেখলেই কেমন জানি মুখে পানি এসে পরে

৪. গেমসটার নাম জানি কি ? পেকমেন না ?

৫. সুপার কিডি আইসা দিলো সব জ্বালায়

৬. সম্ভবত প্রফাইলের মালিক ও তার মেয়ের ছবি ।ছবিটা বেশ চমৎকার।

৭. এনিমেটেড প্রোফাইল পিক।

৮. পইড়া যতটুকু বুঝলাম এটা একটা কুকুরের খাবারের দোকানের(!) ফেবু একাউন্ট ।

৯. নাহ ভদ্রলোক বেশ কষ্ট করে বানিয়েছেন তার প্রোফাইলটি ।

১০. দিলো গোল !!!!
কৃতজ্ঞতা : ম্যাশএবল ডট কম।
এড :
আজ বাধনের জন্মদিন সেই সাথে একটা ফটো ব্লগ
সর্বশেষ মোবাইল ফোন গ্রাহক সংখ্যা ও বিশ্লেষন (নভেম্বর'২০১০)
একটি বল্টু মিয়া প্রোডাকশন
ধন্যবাদ কষ্ট করে দেখার জন্য।
সর্বশেষ এডিট : ১৪ ই অক্টোবর, ২০১১ বিকাল ৫:২৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




