সাঁঝবাতি জ্বেলে ঠাকুর
ঘরে আরতী, গোয়ালে
বাছুরযুদ্ধ
পাশের বাড়িতে অসমাপ্ত
আযান আর্তনাদ আর
আগুন
উঠানের কোনে জমছে
আতঙ্ক, ঠাকুর ঘরে ধর্ষিত
পূজারী, জায়নামাজে রক্তস্রোত
রক্তজবার পাশে ঝুলে থাকা ষোড়শীর
স্তন, দিঘীর জলে নীভে যাওয়া শিশুদের
প্রাণ, লাশের গন্ধময় মৃত্যুমাখা
জনপদে অট্টহাসিতে মুছেগেছে
মানবতা
সর্বশেষ এডিট : ২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


