আমাদের সরকার মহোদয় বড়ই বুদ্ধিমান। একদিকে মহিলাকে বলতেছে হেজাব/বোরকা খোল, অন্য দিকে ছেলেদেরকে দেখার সুযোগ করে দিয়ে বলতেছে, দেখতে পারবা কিন্তু মন্তব্য করতে পারবে না। তাদেরকে জালাতন করতে পারবে না। শুধু অপলক চোখে নজর...........নজর।
একদিকে ইভটিজিং এর আইন + আর অন্যদিকে ধর্মীয় শিক্ষা বাদ দেওয়ার বিধান = হাজত খানা।
আমাদের সরকার মহোদয় বড়ই বুদ্ধিমান। যেন তেতুল দেখিয়ে মুখে পানি না আনার কাহিনী।
ছেলে হয়ে এদেশে জন্ম হওয়া কতইনা ভাগ্যের ব্যাপার। ইচ্ছে ছাড়াই চোখের সামনে সব হাজির। হয়ত: সে দিন বেশী দূরে নয়, যে দিন খোসা খুলে কলা বিক্রির আইন হবে। আবার মাছি বসলে ব্যবসায়ীর কারাদন্ড হবে। অতএব ব্যবসায়ীরা সচেতন হয়ে যাও। এখনে সব কলার খোসা খুলে ট্রায়াল দিতে থাক, চোলা কলাকে কিভাবে মাছি থেকে রোধ করা যায়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




