এই যে দেখো আবার এলাম শালিক পাখি হয়ে।
কথা ছিল ঢেঁকিশাকের মতো কুকড়ে গেলে কভু
ফিরে আসব পটল গাছের ফুল হয়ে।
কচু ফুলের ঘ্রাণে মাতোয়ারা হলে আমার উঠোন-
তোমার উঠোনে আসব আবার ফিরে।
এলাম তো ঠিকি পেলাম কি আগের মতন পরিপাটি করে?
আচ্ছা নাইবা পেলাম তোমার উঠোন,
চাইনা কভু দিতে হবে-
আহা! শিউলি ফুলের ঘ্রাণটা গেল কোথায়?
কোথায় গেল কচু পাতার জল?
বাঁশের পাতায় নৌকা সাজাই জলে,
পার করানো ঐ না নদীর তীর!
আহা! এই যে দেখো আবার এলাম শালিক পাখি হয়ে।
সর্বশেষ এডিট : ০৯ ই নভেম্বর, ২০২১ বিকাল ৫:০৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




