একটা দীর্ঘ শীতের রাত,
শীতের শরীরে ভর করে এগিয়ে যায় উষ্ণতা!
গুটিসুটি মেরে নিরব দুনিয়া,
উষ্ণতা খুঁজে পেলে বুক-
তোমার জমিনে গাঙচিল উড়ে অহেতুক।
শীতের মধ্যরাতে গোপন কপাট খুলো,
তারপর বন্ধ করো চোখ;
বেড়িয়ে পড়ুক ব্যক্তিগত উপন্যাসের ঘ্রাণ।
অবেলাতেও বৃষ্টি নামলে আবার জড়িয়ে রেখো পরম আদর মেখে।
সকালের কাঁচা সোনা রোদে উবে গেলে পদ্ম পাতার জল-
চিৎকার করে বাতাসের কানে বল, আমি উজবুক!
সর্বশেষ এডিট : ১৮ ই নভেম্বর, ২০২১ বিকাল ৪:০৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




