
২০২৫ সাল শেষ। ২০২৬ সাল শুরু। প্রিয় ব্লগে ঘটে গেছে কত ঘটনা, রটনা। কত লেখা, কত গল্প-কবিতা পোস্ট হয়েছে রয়েছে অজানা। সবার পক্ষে সব লেখা পড়া সম্ভব নয়। ব্যস্ততার কারণে সবাই ব্লগে সেভাবে আসতেও পারেনা। তাই অনেক সুন্দর, গুরুত্বপূর্ণ পোস্ট থেকে যায় চোখের আরালে।
আমার মনে হয়-বছর শেষে হিট পোস্ট, গুরুত্বপূর্ণ পোস্ট, গল্প- কবিতা ও অন্যান্য পোাস্ট সেটা সাড়া ফেলেছে সেগুলো নিয়ে ব্লগারের নাম উল্লেখ করে সালতামামি প্রকাশ করলে সারা বছরে ব্লগের খতিয়ানটা সবাই এক নজরে জানতে পারতো, পড়তে পাড়তো। অন্যদিকে ব্লগাররাও উ্জ্জ্ববীত হতো।
ব্লগ কর্তৃক সালতামাসি প্রকাশের দাবী জানাচ্ছি।
সবাইকে ইংরেজী নতুন বছরের শুভেচ্ছ। ভালো থাকুন। সুস্থ্য ও সুন্দর থাকুন।
ছবি-https://bangla.bdnews24.com এর সৌজন্যে।
সর্বশেষ এডিট : ০১ লা জানুয়ারি, ২০২৬ সকাল ১০:৪৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



