ওই যে যেই বছর অনেক তুফান হৈলো..পাশের বাড়ির আম্গাস্টা ভাইঙা গেল..টিনের চাল উড়াইয়া লোইয়া পাট ক্ষেতে ফালাইলো..ঘটনাডা সেই বছর
ঘটে নাই..

আমি যখন ইন্টার পরীক্ষা দিসি হেই বছরের ঘটনা..নানা আর খালার বাশায় বেরাতে গেলাম..(নানার বাড়ি আর খালার বাড়ি মোটামোটি পাশাপাশি..)..তো গেছি বেরাইতে একদিনের লাগি..পরের দিন আয়া পরমু..বিকাল বেলা ক্রিকেট খেইলা..সন্ধ্যাশ্সময় ব্যাডমিন্টন খেইলা হাপাইয়া সার্ট-মুর্ট ভিজাইয়া গেলাম খালার বাসায়..সার্ট দিলাম চুলার উপ্রে সুকাইথে..গোসল কৈরা খালাত ভাইয়ের লোগে হেভি পুলাউ মাংস খাইয়া..রাইতে মার্শাল আর্ট মুভি দেইখা দিসি ঘুম..

খালার বাসাত ছিল দুইটা কামের মাইয়া..এক্টা ফ্রম বিক্রমপুর..আরেক্টা ফ্রম বামুন্বাইরাত্তন..দুইটাই পিচ্চি(মানে একেবারে পিচ্চি না)..এক্টাও ঠিক মতো কথা বল্তে পারেনা..যাই বলে আম্রা শুইনা হালি হিটকাইতাম..

সকাল ব্লা ঘুমাইয়া'সি..ফ্রম বিক্রমপুরের্টা আমারে ঘুম থিকা ডাক্তেসে ফিসফিস করি.."জেমস ক্যাগা(কাকা)..জেমস ক্যাগা(কাকা)..আপ্নার শাট্টা পুইরা ফালাইসি..আপ্নার শাট্টা ভিজা গেছিলো তাই আমি সকালে ধুইয়া চুলার উপ্রে দিসি..চুলার আগুন বারাইয়া দিসি..শাট্টা পুইরা গেছে.." আমারে আরো বলে "আসিব ক্যাগারে(খালাতো ভাই) বৈলেন্না তাইলে আমারে থাবুড় দিবো"..আমিতো লাপ্মাইরা উইঠ্যা..টাইশ্কি..কয়কি পিচ্চি..আমার এত পছন্দের শাট্টা পুইড়া গেল গা..

মেয়েটা কাকা বল্তে পার্তোনা..বল্তো ক্যাগা..আর আমি হৈয়া গেলাম ক্যাগা..

তার্পরের দুঃখের কথা আম্রা না শুনি..
অনেগ্দিন পর পোষ্ট দিলাম..তাতো অক্টোবর ২০০৭ হৈবোই..
সর্বশেষ এডিট : ১৭ ই ডিসেম্বর, ২০০৯ বিকাল ৫:০৮