আমার জোকসগুলা সবাই মনে হয় একটু কমই পড়ে। মানুষ মনে হয় মজা পেতে ভুলে গেছে। আশা করি এই জোকসটা আমার অন্যগুলো থেকে ভিন্ন হবে।
তিন জানের জিগার বন্ধু একবার এক বিশাল অপরাধ করার কারনে পুলিশের হাতে ধরা খেয়ে ১০ বছরের জেল হয়ে গেল। কিন্তু জেলে যাওয়ার আগে তাদের কে যে কোন টাইম পাসিংয়ের উপকরন দেয়ার ব্যবস্থা করা হল তাদের ইচ্ছামত। তো ১ম বন্ধুটি বলল ''আমি একজন সুন্দরী রমনী চাই''। তাকে তা দেয়া হল। ২য় বন্ধুটি বলল ''আমি ১০ হাজার বই চাই''। শর্তমতে তাকেও তাই দেয়া হল। ৩য় বন্ধুটি এরপর বলল ''আমি এক কার্টন বিদেশী সিগারেট চাই।'' তার ইচ্ছাও পূরণ করা হল।
১০ বছর শেষ। সেন্ট্রিরা গেল ১ম বন্ধুকে ছাড়তে। দেখা গেল তার সাথে অনেক বাচ্চা-কাচ্চা ও বের হয়ে আসছে। এরপর গেল ২য় বন্ধুকে জামিন দিতে। দেখা গেল সে চেহারাটা একেবারে রবীন্দ্রনাথ বানিয়ে হাতে একটা বই নিয়ে বের হয়ে যাচ্ছে। তারপর তারা সব গেল তিন নাম্বার বন্ধুটিকে ছেড়ে দিতে। কিন্তু যেই তারা গেটটা খুলল সেই বন্ধুটি দৌড়ে এসে চীফ সেন্ট্রীর কলার চেপে বলছে
"ওই হারামজাদারা, সিগারেট দিলি মাগার ম্যাচ দেস নাই কেন???" (খাইয়ালামু)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



