হঠাৎ ছেলের এক কৌতুহলে তার বাবাকে প্রশ্ন করল "বাবা রাজনীতি কি?"
বাবাও বেশ চমকিয়ে তার এতটুকুন ছোট ছেলের কাছ থেকে এই ধরনের প্রশ্নের উত্তর দিতে বেশ অপ্রস্তুত থাকলেও বেশ সাজিয়েই উত্তর দেওয়ার চেষ্টা করল।
বাবাঃ তোমাকে উদাহরন দিয়েই বলি তাহলে বোঝার জন্য সহজ হবে
* ধর, আমি অর্থ উপার্যন করি এবং তা ঘরে আনি তাহলে আমি 'পুঁজিপতি'
* তোমার মা এই অর্থের ব্যবহারকারী অর্থাৎ সংসারের প্রশাসক, সুতরাং সে 'সরকার'
* তোমার দাদু আমাদের সাথে থেকে শুধু আমাদেরকে দেখে যায়, সে 'ইউনিয়ন'
* আমাদের বাড়ীর যে দাসী আছে সে 'শ্রমজীবি'া
* আমাদের সকল প্রত্যাশা, চাওয়া তোমার ভাল থাকা, সুতরাং তুমি 'জনগণ'
* তোমার ছোট ভাই যে, এখনও অনেক ছোট সে 'ভবিষ্যত'
বাবাঃ তোমাকে কি আমি বোঝাতে পেরেছি?
ছেলে ঃ (সামান্য চিন্তা করে) বাবা আমি আমার উত্তর প্রস্তুত করার জন্য এক রাত সময় চাইছি, তুমি কি আমাকে সময় দিবে?
বাবাঃ ঠিক আছে তুমি সময় নিতে পার।
ছেলেটি যথাসময়ে তার বিছানায় গেল এবং বিষয়টি নিয়ে চিন্তা করতে করতে একসময় ঘুমিয়ে পড়ল। গভীর রাত্রে হঠাৎ ছোট ভাইয়ের কান্নার শব্দে তার ঘুম ভেঙ্গে গেলে আবিষ্কার করল সে তার বিছানা নোংরা করে দিয়েছে।
কিন্তু সেও ছোট বিধায় পরিষ্কারের ব্যাপারে সে অপরিপক্ক হওয়ায় প্রথমে সে তার মায়ের রুমে গেল এবং তার মা ঘুমে এতটাই আচ্ছন্ন ছিল যে, তার প েতাকে জাগানো অসম্ভব হয়ে পড়ল।
পরে সেখান থেকে দাসীর রুমে গেলে সেখানে তার বাবাকে তাদের দাসীর সাথে মেলামেশা করতে দেখল এবং তার বাবা বেশ ব্যস্ত ছিল দাসীর সাথে।
অন্যদিকে তার দাদু তার বাবার এ কর্ম জানলা দিয়ে লুকিয়ে দেখছে ছেলেটি সেটাও ল্য করল।
সবাই যার যার কাজে এতই ব্যস্ত ছিল যে, ছোট বালকটির দিকে একদন্ড তাকানোর কারোরই বিন্দুমাত্র অবকাশ হয়নি।
ছেলেটি সমস্যার সমাধান ছাড়াই তার বিছানায় ফিরে গেল।
পরদিন সকালে বাবা ছেলেটিকে রাজনীতি নিয়ে কিছু বলতে পারবে কিনা জানতে চাইলে সে বেশ সপ্রতিভ উত্তরে হ্যা বলল
ছেলেটির উত্তর ছিল এরকম
* 'পুঁজিপতি'-রা শ্রমজীবিদের শোষণ করে তাদেরকে অপব্যবহার করে।
* 'ইউনিয়ন'-রা কোন ব্যবস্থা গ্রহন ছাড়াই শুধু অবলোকন করে।
* 'সরকার' তখন নিশ্চিন্তে ঘুমিয়ে থাকে।
* 'জনগণ' এ সময় তার চাওয়া, পাওয়া, সুযোগ, সুবিধা থেকে পুরোপুরি বঞ্চিত হয়।
আর
* 'ভবিষ্যত' - এর কথা তখনও কারো চিন্তায়ই থাকেনা।
এটাই রাজনীতি
ছেলের এরকম উত্তরে বাবা কোন প্রতিউত্তর করতে পারেননি বটে আপনার কি কিছু বলার আছে ?
অনুবাদিত
সূত্র ঃ ইন্টারনেট
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



