শুরুতেই 'মিসকল' ভাইয়ের কর্পোরেট বার্থডের জন্মদিনের শুভেচ্ছা রইল।
যখন এ লেখা, লেখার ঠিক মাঝের শব্দটি 'কর্পোরেট বার্থডে' , এখানে একটু ধাক্কা খাওয়ার মতই ঘটনা ঘটে গেল।
বার্থডে'র আবার শ্রেনীবিন্যাস, বেশ ভালই বটে।
প্রকারভেদের বিশ্লেষণে বার্থডের এই কোরবানীর দৃশ্য চমকপ্রদ রুপায়ন যে কারোরই দৃষ্টি আকর্ষিত হতে বাধ্য।
বাদ দেই অপ্রাসঙ্গিক আলোচনা।
মূল যে প্রসঙ্গটি বিদ্যে অর্জনের জন্য পোষ্টের আকুতি " মিসকল ভাইয়ের কাছে জানতে চাই কর্পোরেট বার্থডে বলতে তার জীবনের যে বিষেশায়িত দিনটাকে বুঝিয়েছেন কোন উল্লেখযোগ্য কারণ সাপেক্ষে তাকে কর্পোরেট বার্থডে বলছেন আর যদি বিশ্লেষণে অন্য বার্থডের ধরণও থাকে তা জ্ঞাতার্থ হলে চির কৃতজ্ঞ থাকব"
বার্থডে ---- বার্থডেই, আমাদের সাবেক প্রুধানমন্ত্রীর যদি বছরে তিন চারটে বার্থডে থাকতে পারে আবার তার উদযাপন হতেও পারে আমরা তো সে দেশেরই সাধারণ আবাল পাবলিক।
যাকগে, মিসকল ভাই নিশ্চয় স্মরনীয় এ দিনটিকে কিভাবে সেলিব্রেট করছেন তা জানাবেন কিন্তু, শুধু শুধ উইশ মেসেজ গিললেই হবেনা ...
শুভকামনা রইল আপনার প্রতি।
সর্বশেষ এডিট : ২৭ শে আগস্ট, ২০০৮ দুপুর ১২:৩৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




