এমন অনেক দিন গেছে
যখন ভরদুপুরে ঘুমকাতুরে আমি
চেখভের গল্প পড়তে পড়তে ভেবেছি ----
এমন একটা গল্প যদি লিখতে পারতাম।
এমন অনেক সময় গেছে
যখন ক্লাশ ফাঁকি দিয়ে কুবরিকের ছবি দেখেছি
আর ভেবেছি - একদিন আমিও------
এমন অনেক দিন গেছে,
যখন বাঁকা ঠোঁটে কাঁচা হাসি দেখে মনে হয়েছে --
ঠোঁটে ঠোঁট ছুইয়ে চুরি করি ঐ হাসি
দিনগুলোই শুধু গেছে -----
আমার করা হয়নি কিছুই-------
আজ যখন পেছনে ফিরে তাকাই
মনে হয়-----
সে বড় সুখের দিন ছিল।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




