সাঁঝের বেলায় অন্য এক মায়ায় জড়িয়ে
তুমি চলে গেলে।
খাঁ খাঁ করা হৃদ জমিনে তোমার আলিঙ্গনে
যেন নব বারিষধারার মত প্রশান্তির খোঁজ পেলো।
এরপর আমার ওষ্ঠযুগল তোমার কপোলে স্পর্শ পেলো।
আচ্ছা! তুমি কি ত্রিদিব?
তুমি বোধ হয় পীযূষ।
তোমার ওষ্ঠযুগল যখন আমার ওষ্ঠযুগলের স্বাদ পেলো
আমার শিরায় শিরায় তখন তুমিময় নেশা।
তোমার কম্পিত আঁখিতে নির্জনতার মাতম।
প্রথম চুম্বনের অনুভূতির মতোই
তুমি আমার রন্ধ্রে রন্ধ্রে মিশে আছো।
তুমি আমার একান্ত ব্যক্তিগত অষ্টমাশ্চর্য ।
সর্বশেষ এডিট : ১৮ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ৯:০৬