ছয়টি প্রেমাণুকাব্য
১) সেই ভোরের ঝরে পড়া
শিউলির গন্ধ নিতে গিয়ে
তোমার গন্ধ পেলাম।
তোমার গন্ধের মাদকতায় তো
শুধু তোমাতেই হারাতে হয়;
নয়তো কি !
২) লোকে লোকারণ্য ব্যস্ত শহরেও
বার বার ফিরে আসুক
তোমার জন্য আমার প্রেম।
একবার, দুইবার, বহুবার!
তুমুল কোলাহলেও প্রেম খুঁজে পাক
তার আপন ঠিকানা।
৩) শরতের শেষ বেলায়ও
শহর জুড়ে অবেলার প্রেমের মরশুম।
ঠিক যেন বসন্তের প্রারম্ভ।
আমার... বাকিটুকু পড়ুন
