একদিন একখানা ব্যক্তিগত অরণ্য হবে আমার,
তারপর হারাবো সবুজাভ নেশার মাঝে।
আমায় খুঁজতে খুঁজতে দিশেহারা হবে তুমি।
পৃথিবীর প্রতিটি কোণে কোণে হণ্য হয়ে খুঁজবে আমায়।
তারপর একদিন পাবে আমায়!
গভীর এক অরণ্যে!
আমি হারিয়েছিলাম তোমার অন্তরের অরণ্যে।
দিব্য দৃষ্টিতে শুধু দেখতে পাওনি।
বেলা পড়ে এলো!
এবার আমায় আগলে নাও তোমার স্বত্ব করা
আমার একান্ত ব্যক্তিগত অরণ্যে।
সর্বশেষ এডিট : ০৭ ই সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১০:৫৯