১.
দিগন্তের ওপারে তুমি তবু কত কাছে!
হাহুতাশ করছি আমি ফোনের এপাশে।
নভেম্বরের শহুরে শীতলতম দিনে দেখা হোক আমাদের।
২.
দিনে দুপুরে আমি তুমিহীনতায় ভুগি,
হাস্যোজ্জ্বল তুমি আমার প্রিয়তম অসুখ,
নক্ষত্রমণ্ডলীয় রাত্রিতে তোমার কথামালা আমার আরোগ্যের ওষুধ।
৩.
দিনগুলো সব আগের মতোই যাচ্ছে তবুও,
হামাগুড়ি দিয়ে হৃদয়ের অন্তঃস্থলে শুধু তোমার কণ্ঠ উপচে পড়ে।
নব জাগরণ আচ্ছন্ন করে আমায় তোমায় ভেবে ভেবে।
৪.
দিশেহারা করে দিয়ে
হারিয়ে যেয়োনা তুমি।
নতুন তুমি না হয় থেকে গেলে পুরনো পাড় ভাঙা বেনারসির মতো যত্নে।
সর্বশেষ এডিট : ১৬ ই জুলাই, ২০২৩ সকাল ৮:৩৬