আগামী কাল ( মঙ্গলবার , ২৯ জানু, ১৩ ইং)বঙ্গবন্ধু এভিনিউয়ে ১৪ দলের সমাবেশ । কারণ: গত শনিবার বিকেলে আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক মাহবুব উল আলম হানিফের বাসার সামনে নাকি বোমা হামলা করা হয়েছিল ।
অবশ্য ঐ দিন কোন ধরনের গণ মাধ্যমে তা আসেও নি । এমন কি থানায় কোন মামলা পর্যন্ত হয় নি। পরে রোববার ১৪ দলে এক সংবাদ সম্মেলনে যার নিন্দা জানানো হয় ।
যা হোক বোমা হামলা হয়ে থাকতে পারে এবং যদি হয় তা হলে চিন্তা করুন, আমাদের মত আম পাবলিকের নিরাপত্তার কি অবস্থা । তিনি শুধূ মাত্র ক্ষমতাসীন দলের একজন প্রভাশালী নেতা নন , তারপর আবার প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী । বুঝুন কত বড় পজিশন ।
তাহলে সরকার তাদের নেতাদের নিরাপত্তা দিতে যেখানে ব্যর্থ সেখানে আমরা কই যাব ?
আরো মজার ব্যাপার, হামলা করল কারা আর কাদের বিরুদ্ধে সমাবেশ ? কার কাছে দাবি জানানোর জন্য এই সমাবেশ ?
এই হামলা কি আইন শৃংখলা পরিস্থিতির অবনতির ইঙ্গিত করে না ?
স্বরাষ্ট্রমন্ত্রী কি বলে, তিনি তো তার নেতাদের নিরাপত্তা দিতে ব্যর্থ ।
অবশ্য এটি একটি বিচ্ছিন্ন ঘটনা । ????????????????
নাকি রাজনৈতিক ভাবে কিছু প্রমান করতে এমন নাটকের আশ্রয় ?
সাধারণ মানুষকে আর কত দিন বোকা বানিয়ে রাখতে চান ????
এই প্রশ্নগুলোর উত্তর চাই ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




