
সাহিত্য আমাকে কাঁদায়, শেখায় বেঁচে থাকবার উদ্দ্যেশ্য। আমি মগ্ন হয়ে যাই, আবার উদ্ধত হই। আমি উপন্যাসে ডুবে যাই, আমি এক সুন্দর পৃথিবীতে বিচরণ করি।
আমি ফিরে যাই পূর্বে। মন খারাপ আমার, ভাল হয়ে যায় ওই ৮০/৯০'র দশকের আবহ সংগীতে। আমি অভিভূত হই, ঘোরের ভিতর চলে যাই। ডুবে যাই, ভেসে বেড়াই ওই দিন গুলোতে।
আমি বিশ্বাস করি আমার অবিশ্বাসকে।
আমি আজো দেখি, মন খারাপে দেখি, মন ভালতে দেখি সেই ৮০/৯০'র দশকের গন্ধওয়ালা বহুব্রীহি, আজ রবিবার, নক্ষত্রের রাত, কোথাও কেউ নেই...প্রতিটা প্লট মুখস্ত বলে দিতে পারব।
আমি অভিভূত হই শিল্প দেখে, সুক্ষ্মতর অভিনয়ে। আমি অভিভূত হই আবহ সংগীতে, আমার মন ভাল হয়ে যায়।
আমি অনুভব করি স্বচ্ছতা, পবিত্রতা, মার্জিত বিনোদন যা অচিরেই তুমি পরিবার নিয়ে দেখতে পারবে।
আমি শিল্পের অনুসারী, আসাদুজ্জামান নূর, আলি জাকের, আবুল হায়াত, আফজাল হুসাইন, আবুল খায়ের, সুবর্ণা মোস্তফা, শিলা আহমেদ আমার অতি প্রিয় শিল্পী।
আমি ১৯'র ছেলে, আমি সাহিত্য প্রেমী, আমি হুমায়ুন আহমেদীয় পরিবারের একজন...
সর্বশেষ এডিট : ১৮ ই জুলাই, ২০১৯ দুপুর ১২:৫৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




