শিবির হাতে পাথর নিলে হলুদ চাংবাদিক রা তাকে দেখে বোমা হিসেবে। শিবির হাতে লাঠি নিলে মিডিয়া তাকে দেখে ধারালো অস্ত্র হিসেবে। শিবির সাধারনভাবে মিছিল বাহির করলে চুশী
লরা তাকে দেখে জঙ্গী মিছিল হিসেবে।
অথচ আজকে প্রকাশ্যে দিবা লোকে সবার সামনে এক নিরীহ পথচারীকে নরপিশাচের মত হত্যাকরে ছাত্রলীগ নামধারি জানোয়ার গুলা।
অথচ কিছু চ্যানেল ছাড়া আর কারোই এ ঘটনা দেখানোর সময় হয়নি। নির্মম ভাবে তারা এড়িয়ে গেছে এই পাশবিকতাকে।।
আর পুলিশ বলছে তারা নাকি ঘটনস্থলে যাওয়াতে ঐ যুবকের কিছুই হয়নি। তাহলে ঢাকা মেডিকেল মর্গে বিশ্বজিত্ সাহা নামে যে ভাইটির লাশ পড়ে আছে ঐটা কী পুলিশের বাপের?
তাকিব নামের এক ক্যাডার লীগ একটু আহত হয়েছিল কয়েকদিন আগে।তখন হলুদ চাংবাদিকরা ঘন্টায় ঘন্টায় তার স্বাস্থ্যের আপডেট দিত।
অথচ এই নিরীহ পথচারীটিকে নৃশংস ভাবে হত্যা করল। তারা একটু মৃত দেহটিকে দেখানোর ও প্রয়োজনীয়তা বোধ করল না??
ধিঃক ধিঃক তাদের যারা সাংবাদিকতাকে অপমান করছে!!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




