কিছু পুচকি পুচকি জোকস। আশা করি ভালো লাগবে। যারা আতেল মার্কা টিভি প্রোগ্রাম দেইখা বিরক্ত হইয়া গেছেন তারা পড়তে পারেন।
শিক্ষকঃ কে "I Love You" আবিষ্কার করছে?
ছাত্রঃ চায়না কম্পানী।
শিক্ষকঃ (অবাক হয়ে)
কিভাবে বুজলে বাবা?
ছাত্রঃ এইটার কোনো Guarantee নাই, Quality ও নাই।
টিকলে সারাজীবন না টিকলে ২ দিনও যায় না !!!!!
********************************************************
নির্বাচনের প্রার্থীকে জিজ্ঞেস করছেন সাংবাদিকঃ আপনি কেন নির্বাচনে দাঁড়িয়েছেন?
-আপনি কি দেখতে পাচ্ছেন না, চারদিকে কী ঘটছে? সরকারি লোকেরা আমোদ-প্রমোদে মত্ত, দুর্নীতিতে ছেয়ে গেছে দেশ।
-আপনি এর বিরুদ্ধে লড়ার জন্যই নির্বাচন করছেন?
-পাগল নাকি! আমার কি আমোদ-প্রমোদ করতে শখ হয় না?
***********************************************************************
" একটা গরু হাঁটছিল ,নিউটন এটাকে ধরে থামালেন আর তখন ১ম সুত্র আবিস্কার হল " একটি বস্তু কে যতক্ষণ পর্যন্ত থামান না হয় তা চলতে থাকে "
এর পর নিউটন গরু টিকে (F) বল এ একটা লাথি দিলেন গরু বলে উঠলো "ম্যা" ( MA) আবিস্কার হল দ্বিতীয় সুত্র F=MA .
এর পর ই গরুটি নিউটন কে কষে একটা লাথি দিল আর নিউটন আবিস্কার করলেন তার সবচেয়ে গুরুত্বপূর্ণ সুত্র " সকল ক্রিয়ার সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে "
******************************************************************
শিক্ষকঃ বলতো মায়ের চোখের পানি আর বান্ধবী/বউ এর চোখের পানির মাঝে কি পার্থক্য??
ছাত্রঃ স্যার,মায়ের চোখের পানি হৃদয়ে দাগ কাটে আর বউ এর চোখের পানি মানিব্যাগ আর পকেট কাটে।
********************************************************************
ডিজিটাল বাংলা ছিঃনেমা "আমি তোমাকে বালুবাসি" এর একটি গান -
"পরে না চোখের পলক
কি তোমার pro pic এর ঝলক
দোহাই লাগে pic টা তোমার একটু hide কর
আমি জ্ঞান হারাব
Deactivated হব
log in করাতে পারবে না কেউ"
*******************************************************************
জোছনা রাতে দুই বন্ধু গ্রামের পথ দিয়ে হেট যাচ্ছে। হঠাত্ একবন্ধু রাস্তায় কি যেন পরে থাকতে দেখলো।
১ম বন্ধুঃ কিরে ওটা কি?
২য়ঃ দই হতে পারে
১মঃ দারা টেষ্ট করি। (আংগুল দিয়ে মুখে দিয়ে) হাকথু।
২য়ঃ কিরে কি?
১মঃ গু
২য়ঃ বাইচ্চা গেছিস, ভাগ্গিস রাইতের আন্দারে পারাইস নাই।
কিছু জোকস অনেক আগের তাই কমন পড়তে পারে। জোকস গুলো ভালো লাগলে এখানে জয়েন করুন। । প্রতিদিন নতুন জোকস দেওয়ার চেষ্টা থাকে। শুভ রাত্রি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


