বেডরুমেও পাহারা দেয়া সম্ভব, ৪৮ ঘন্টার আগেই ভিকটিম কে ধরাও সম্ভব। বাড়ির বাইরে গেলেও তালা আর মারতে হবেনা। বেডরুমের তালা নিয়ে যে ব্যাবসা দি সাহারা খাতুন করে গেছেন, তার থদন্ত করা হবে।
[সরাষ্ট্র মন্ত্রী]
মেশিন রিডেবল আইডি কার্ড আর সিসিক্যামেরা, এই দুইটা হলেই হইল। ১৬ কোটি মানুষের জন্য বানানো কোনো ব্যাপার না, যেখানে চীনে ১.৩ বিলিয়ন মানুষের আইডি কার্ড আছে।
কার্ড ইউজ করে ট্রেইন, লঞ্চ, প্লেন, বাসের টিকেট কাটতে হবে। অপরাধ করে ঢাকা থেকে পালিয়ে কক্সবাজার যাবেন, হোটেলে থাকবেন, নো প্রবলেম। ৪৮ ঘন্টার আগেই আপনাকে গ্রেপ্তার করা সম্ভব। টিকিটের কালোবাজারিও বন্ধ হবে।
এমন কোনো অফিশিয়াল কাজ থাকবেনা, যেটা ঐ কার্ড ছাড়া করতে পারবেন। ব্যাংক একাউন্ট খুলবেন কার্ড লাগবে, হাসপাতালে ভর্তি হবেন কার্ড লাগবে।
সব জায়গায় ক্যামেরা ফিট করা। অপরাধ কইরা পালাবেন কই। ধরা পড়তেই হবে। এই পদ্ধতি অবলম্বন করলে, অপরাধী না ধরা পইরা থাকতে পারে, মতামত দিন প্লীজ।
আমাদের ডিকেক্টিভ ব্রাঞ্চ কে ২৪ আওয়ার সিরিজ টা দেখানো উচিত।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




