আমার ফ্যামিলিতে আমার লাহান ছেচঁড়া আর কেউ নাই। আমি ছেচঁড়ামোতে এক ও অদ্বিতীয়। এই গুনটা কেমতে পাইছিলাম, মনে নাই। তয় যতদুর মনে পড়ে, আমার কিছু ছেচঁড়া বন্ধু বান্ধব আছিল।
ছেচঁড়ামো:
ছেচঁড়ার আরো কিছু ছিনোনেম আছে লাইক, নির্লজ্জ / বেহায়া। তয় ছেচঁড়া শব্দটাই আমার কাছে পারফেক্ট মনে হয়
ছেচঁড়ামির শুরু ছোডকালে, পাশের বাসায় খালা (প্রতিবেশি) দুধ জ্বাল দিয়া রাইখা দিত। আর আমি চুপ চুপ কইরা যাইয়া দুধের স্বর মাইরা দিতাম
ছোডকালে সবার লগে লুডু খেলতাম। ছেচঁড়ামির গোড়াপত্তন মূলত ওখানেই, যা কিনা পরবর্তীতে দাবা, কার্ড পর্যন্ত বৃস্তিত লাভ করেছিল। আকাম কুকাম যত করেছি, তা বলতে গেলে রাইত ভোর হয়ে যাবে। ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ সব বলব।
এখন যেই লেভেলে ছেচঁড়ামো করি, তা বর্ননাতীত। আমার নামকরনের স্বার্থকতা বিচার করতে পারবেন। মোষ্ট অব দা কেসই নারী ঘটিত
আমি ব্লগে নূতন, সবার কাছে অনুরোধ, প্লীজ আমাকে ছেচঁড়ামো করার সুযোগ করে দিন। যে সকল ভাইয়েরা, এতদিন সঙ্গীর অভাবে, ছেচঁড়ামো করতে পারেননাই, তাগোর আর কোনো টেনশন নাই। সীমাহিন ছেচঁড়ামি চলবে এখন থেকে। আপনাদের একবিন্দু ভালবাসাই পারে ব্লগে আমার মান ঈজ্জত বাচাই রাখতে।
থ্যাংকস টু অল টু ভিজিট মাই ব্লগ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




