মানুষ মারা যাওয়ার পরে লাশ না পাইলে (মিছিং লাশ থাকার সম্ভাবনা) থাকলে গায়েবী জানাজা দেওয়া হয়। যেমন, লঞ্চ ডুবির পরে, বিডিআর হত্যা কান্ডের পরে, পোশাক ফ্যাক্টরীতে আগুনে নিহত হওয়ার পরে............. ইত্যাদি ক্ষেত্রে।
থাবা বাবারে জানাজা দিয়া মৃত্যুর পরে উনার মতাদর্শকে হেয় করা হয়েছে। আবার থাবা বাবার গায়েবী জানাজাও শুরু হয়ে গেছে। আমার মাথায় ঢুকতাছেনা, এর পেছনে মাহাত্ন্য কি? এইহারে চললে সারা পৃথিবী থেকে গায়েবী জানাজার ছবি আসবে (সারা পৃথিবীতে বোধকরি ওলামা লীগের শাখা রয়েছে)। কি লাভ? কবরের থাবা বড়ই কঠিন জিনিশ।
পুলিশ/প্রশাসন/সরকারী দলের ক্ষীপ্রতা লক্ষনীয়। সয়ং বুবু, ভাগিনা, মখা যার পর নাই তৎপর। আর পুলিশ মামু তো পুরাই নায়কের বেশে।
বাকশলী বুবু যে কতটা জঘইন্য এইটা সবাই জানে, বাট বাকশালীরা স্বীকার করেনা। এইটা বুবুর কুট বুদ্ধির ফসল। সবই সাজানো নাটক। ক্ষমতার জন্যে দরকার হলে,ঝাজার টা লাশ ও বুবুর কাছে কিছু না। বিম্পি তো মাঠের বাইরে, ছাগুরা তো কোনঠাসা, এই সুযোগে বুবু সাধারন পাবলীকের সেন্টিমেন্ট নিয়া নাটক বানাইল। লা জবাব।
সর্বশেষ এডিট : ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:২৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




