১৫ মার্চ’ ২০১৩
শহরের মধ্য খানে দুটো ট্রাককে মঞ্চ বানিয়ে তুমি বললে:
মায়ের বুক খালি হবার যন্ত্রনা কেমন তুমি জানো, বুঝো?
আসলেই কি বুঝো ? না শুধু তুমি অনুমান করতে পার!
যেমন এই শহরের অধিকাংশ বাসিন্ধা অনুমান করে ত্বকীদের মৃত্যুর পেছনে কে আছে?
ত্বকী হত্যার বিচার চাইলে, বললে: অচিরেই যেন খুনিদের ধরা হয়,
এভাবেযেন আর কেউ কোন মায়ের বুক খালি, না করতে পারে।
তুমি কীভাবে বুঝবে বলতো ,একজন বাবা সন্তান হারালে তার বুকে কী যন্ত্রনা হয়?
তুমি কী সন্তান হারিয়েছ? তোমার সন্তানকে কি কেউ কোনদিন মেরে খালে ফেলে রেখেছে?
কখনো কল্পনা করতে পারবে একজন মায়ের ভেতরে কেমন উথাল-পাথাল
ঢেউ ওঠে মৃত সন্তানের মুখ দেখে?
এই কথা বলার জন্য যদি কাল আমি গুম হয়ে যাই,
পর দিন আমার লাশ কুমুদিনীর খালে পাওয়া যায়,তাতে আমার বরং উপকারই হবে।
দোয়া চাইতে এসেছো, কারন নির্বাচনে দাঁিড়য়েছো।
তোমাকে সেই সুযোগ যেচে দিয়েছিলাম । সেই সময় পুরো দেশটাই যেন হাতের মুঠোয় ছিল,
পাঁচ বছর তাড়িয়ে তাড়িয়ে ক্ষমতা উপভোগ করেছ ,কাজে লাগাতে পারো নি।
পারলে পঞ্চাশ বছরের জন্য আমাদের সেবক হতে পারতে ।
আমরা বঞ্চিত হয়েছি ,এই কষ্টও কম না ।
অমন ক্ষমতা পেয়ে যে, ধরে রাখতে পারে না তাকে দ্বিতীয়বার সুযোগ দিতে ভয় হয় ।
আর শেষ কথাটা শোনো, তুমি সামনে আসার পর ,একটা খুব বাজে গন্ধ টের পাচ্ছি,
আমার ধারনা তুমি ও সব সময় তা পাও।
কিন্তু স্বীকার করো না, বরং তোমার আশে-পাশে এমন এক দেয়াল তৈরী করার চেষ্টা কর
যাতে অন্যরাও তা টের না পায়।
সবায়ই পায় কিন্তু তোমাকে বলে না। না,না, ভয়ে যে বলে না তা না।
এটা ভয় না এটা অন্যকিছু...
তুমি যদি সত্যি সত্যি আমার দোয়া চাও,
একজন মা হিসেবে আমি দোয়া করছি-তোমার ভেতরে জন্ম নেওয়া এই বাজে দুর্গন্ধটা যেন চলে যায়।
যেন এর থেকে মুক্তি পাও।
আমার ভয় হচ্ছে, সেবা করতে গিয়ে শহরের সর্বত্র না গন্ধটা ছড়িয়ে পড়ে।
তুমি আমাদের মুক্তি দাও...
সর্বশেষ এডিট : ২৭ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




