তোমার চাঁদ দেখলাম,
পূর্ণিমা দেখলাম না ।
তোমার শহর দেখলাম,
গলি ঘুরলাম না।
এখনও কেন তোমার মনের মানুষ হতে পারলাম না ?
আমি তো বেশি কিছু চাইনি,
শুধু তোমার একটু স্পর্শ চেয়েছি
তোমার কোলে মাথা রেখে জীবনটা সাজাতে চেয়েছি।
এখনও আছি সেইদিনটির অপেক্ষায়…
জানি তুমি আসবে না আর
যখন তুমি আসবে
তখন হয়তো আমি থাকব না।
তুমি আমার না হলেও একবার এসো
পেছনের স্মৃতি গুলো বুক চিরে বের করে নিতে….
রক্তাক্ত হোক আমার এ হৃদয়,
আমি সহ্য করতে পারব…
হাজার বেদনার চেয়ে একবার না হয় কষ্ট গুলোকে চেয়ে নেব।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




