আমি উম্মাদ
আমি বেশ্যা
আমি ধর্ষিতা
আমি ধর্ষক
বস্ত্রহীন লোকালয়ের মাঝে
অচেনা অজানা কঠিন পাথড়ে গড়া
পীচ ঢালাই পথে,
আপনার আপন ভুবনে আমি বেশ্যা।
যৌবনার লেবু
বসন্তের চিহ্ন
পূর্ণিমার চাঁদের আলোয় আলোকিত,
শেয়াল, কুকুর
রাক্ষুসে হায়েনার আতংকিত স্বর
ডানে-বামে, সামনে-পিছে
উল্লাসের আনন্দ মিছিল, আমি ধর্ষক।
লতাপাতায় জড়ানো যৌবন
লজ্জ্বাবতী লতার মতোই লজ্জিত
উম্মাদের চিৎকার
একটি কলা-রুটির কতটা ভার
পশু-পাখির আত্মচিৎকার
হায়েনার উল্লাসে
উম্মুক্ত নিথর দেহ ডাস্টবিন কিংবা নর্দমায়, আমি ধর্ষিত।
দু’টি নয়ন কতটুকু সংযত তোমার
বস্ত্রহীন উম্মুক্ত বক্ষ প্রদর্শিত উম্মাদ
সম্মুখ তোমার,
একটি বার
একটু চিন্তা
একটু পলক
যৌবনার লেবু,
একটি পলক নয় দু’টি পলক আমায়
শিহরিত প্রেত্মা ধবংস করেছে বিবেক।
বস্ত্রহীন এ জগতে
বস্ত্র দেখি না কারো,
সবাই দেখে আলো
আমি দেখি আঁধার
পশুর চেয়েও অধম, আমি উম্মাদ।
উত্তরা, ঢাকা-১২৩০, রাতঃ ১০:০০, ২৭০৯২০১৪।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




