হরি হরি পদ নেই , জুতা তায় আসে কী
হরিপদ নাম তার পরিচয় নাশে কি
সংসারে সঙই সার, সঙে তার বসবাস
সঙ্গ পেলে তাই লাগে তার হাসফাঁস।
হরিপদ বাঁশি চায়, বাঁশে তার তুষ্টি
ভুখা পেট শান্তিতে জোটে তার পুষ্টি
শান্তি বরষার ধারাসম ঝরে রোজ
হরিপদ শান্তিতে করে নেয় ভূরিভোজ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


