রক্ত তোমার চেতনার বীজ বুনে দিয়ে যায়
আবেগমথিত কবিতারা কথা পায়
কথায় কথকতা
তারপর আর কবিতা হয় না।
প্রতিটা পঙক্তির বারুদ ভরা বিষ্ফোরক
হয়ে ওঠা।
প্রতিটি পঙক্তির এক একটি অগ্নি স্ফুলিঙ্গ
হয়ে ওঠা।
রাজপথে রাজপথে রক্তের স্রোত হয়ে
মিশে যায়।
সে সব পঙক্তিরা চেতনার বীজ হয়ে
দেয়ালে দেয়ালে শোভা পায়
বুকে মুখে চোখে কিংবা করোটির ভেতর।
এমনি করে কতদিন হয় নি কথা বলা
এমনি করে কতদিন হয় নি লেখা একটি পঙক্তি।
সর্বশেষ এডিট : ০৪ ঠা আগস্ট, ২০২৪ রাত ১:০৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




