একখানা স্ট্যাটাস লিখি ফেসবুকে
পতেঙ্গার সাগর, ফয়েজলেকের পাহাড় এসে
লাইক করে যায়
টিয়া পাখি, প্রজাপতি চুপি চুপি দেখে
এক মোক্ষম কমেন্ট করে সুশীল দুপুর
আকাশ এসে শেয়ার করে মহাকাশে
কর্ণফুলির মাছেদের গ্রুপে খুব আলোড়ন;
আহা! জাদুকরি স্ট্যাটাস আমার
আমিও জাগরণ মনিটরে
ঘুমের কি-বোর্ড চেপে চেপে
ক্রমাগত স্ট্যাটাস লিখি
আরও লিখি...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




