
অনেক দিন থেকে পরিকল্পনাটা ছিল।
নানা কাজে ব্যস্ত থাকায় হয়ে উঠছিল না।
অবশেষে সময় বের করতে পারলাম।
আমরা কয়েক জন মিলে একটা নতুন উদ্যোগ নিয়েছি।
একটা চিত্রনাট্য লেখার হাউজ খুলেছি। নাম 'গল্পের হাট'।
আমরা চিত্রনাট্য লিখি। যে কোন ধরনের চিত্রনাট্য লিখে থাকি।
আমাদের প্রতিষ্ঠান প্যানেল রাইটিংএর মাধ্যমে চিত্রনাট্য লেখার চেষ্টা করে যাচ্ছে।
ইতিমধ্যে আমাদের প্রতিষ্ঠান কিছু সিরিয়াল, ওয়েব সিরিজ, একক নাটক, শর্ট ফিল্ম ও ফিচার ফিল্মের চিত্রনাট্য লিখে ফেলেছে।
আমরা লোকবল বাড়াতে চাই।
সেই উদ্যোগের একটা অংশ হল 'প্রশ্নোত্তরে চিত্রনাট্য'।
চিত্রনাট্যকার হিসেবে তৈরি করার জন্য তিন মাসের একটা প্রশিক্ষণ কোর্স।
বিনা ফিতে।
বরং কাজে দক্ষ হলে কাজ করার সুযোগ হতে পারে আমাদের গল্পের হাটে।
বিস্তারিত পাবেন আমাদের পেজে
https://www.facebook.com/golperhaat
সর্বশেষ এডিট : ২৪ শে আগস্ট, ২০২১ দুপুর ১২:৩১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




