
বৃষ্টি হবে তুমি
ক্লান্ত কোনো দুপুরে ,
অনেক ব্যস্ত সময়টাকে থমকে দিয়ে হঠাৎ বৃষ্টি।
অথবা কোনো ঘটনা বিহীন দিনে একটি ঘটনা ,
বৃষ্টি -অনেক বৃষ্টি ।
সন্ধ্যায় বাড়ি ফেরা ,বৃষ্টি - বিড়ম্বনা ।
আমাকে ডেকে নাও আমার কাছ থেকে ,
ঢেকে রাখো একটু জ্বালাতন হয়ে
বৃষ্টি হয়ে..... ।
আমি শুয়ে থাকি সবুজ ঘাসের ওপর ,
ওপরে খোলা আকাশ
মাঝে বিষাক্ত সময় বিষাক্ত বাতাসের মত।
ভীষণ জোর বৃষ্টি হয়ে এসো তুমি -বিষাক্ত সময় যাক সরে যাক-
সময় থমকে যাক-থাকুক শুধু খোলা আকাশ ,সবুজ ঘাস আর বৃষ্টি তুমি ।
সাদা কালো বৃষ্টি তুমি চলে যেও না , চাই না রংধনু আসুক ।
আমার বন্ধ চোখে বৃষ্টির পানি জমে পুকুর,
তাতে সাদাকালো স্বপ্নেরা সাঁতার কাটুক ।
বিনিময়ে আমি তোমাকে ঠেলে দেব দুরে ,
দুরে থাকো তুমি ধ্রুব তারার মত ।
আবার পাশে থেকো এই মাটির সবুজ ঘাসের মত
যেন শুধু চোখ বুজলেই তোমাকে দেখি ,
তুমি থাক বৃষ্টি হয়ে আমার নিস্কাম ভাবনায়..
সর্বশেষ এডিট : ১৯ শে জুন, ২০১০ দুপুর ১২:৫৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




