শিরোনাম দেখে কেও ভুল বুঝবেন না । লোড শেডিং আমারও ভালো লাগে না -সব কিছু থামিয়ে দেয় এবং আরও অনেক কিছু ।
কিন্তু চাই বা না চাই-প্রতিদিন লোডশেডিং হয়-
তিন তালা থেকে হাসান আসে , তারপর অন্ধকারে আড্ডা জমে-খুব ।
আমি,সুবিদ,হাসান,শামিম -
অন্ধকারে বদল হয় কথা থেকে কথা -সাথে বেশি না ,একটা জ্বলন্ত বেনসন হাত বদল হয়-
------------
সর্বশেষ এডিট : ১৯ শে জুন, ২০১০ দুপুর ১২:৫৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




