মন যেন এক আজব বায়োস্কপ-
কত রঙ্গ কত ছবি-সাতকাহন।
ধুলো ক্লেদ জমে বিষাক্ত বিভিষীকা
অথবা ধুপ ধুনোয় নিষ্পাপ পবিত্র
অথবা পাপ পবিত্রের জটিল অসাধারন মিশ্রন।
এ আমার নিজেকে দেখা-আমার আমিকে
ফেরেসতা আর শয়তানের একত্রবাস-সহবাস।
সুখের উষ্ণ ছোয়ায় শুধু শয়তানের তীব্র উল্লাস
মাঝে মাঝে ভয় পাই নিজেকে আমি।
কেমন অচেনা অদেখা ত্রাস।
তাই সুখ তোমায় দিলাম ছুটি
দুঃখ আমার বন্ধু আসুক সে
তার তীব্র দহনে-
নতজানু আমি,মুক্ত আমি ,পবিত্র আমি ।
সহস্ত্র রজনীর একদিনের খলিফার মত
এক মুহুর্তের ফেরেস্তা যেনো।
সিরাজুল ইসলাম।
৩০ ডিসেম্বার

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




