অনেক দিন পর বই পড়ছিলাম। হুমায়ুন আহমেদ সমগ্র। তিনি আবার আমার স্ত্রীর প্রিয় লেখক। হিমু, মিসির আলী ,সাথে আরো কিছু বোহেমিয়ান চরিত্র যেন ভিন্ন জগতের আখ্যান। চরিত্র গুলোর বাস্তব মিল খুজতে গিয়ে চিন্তুক এর মতো ভাবলে হবে না, ভাবতে হবে সাধারন এলোমেলো ভাবনায়। হিমু , মিসির আলীরা আসলে আমি, আমরাই - অমিল শুধু পরে থাকা কৃত্রিম মুখোশ টা। দু এক জন মুখোশ টা ছিড়ে ফেলে - ভন্ডামি আর লৈকিকতার বাইরে পা বাড়িয়ে নিঃশাষ নিতে পারে।
হুমায়ুন একালের সেরা লেখক। বাস্তব নয় পরাবাস্তব, জীবন বৃত্তের মাজে নযে -একটু দূর থেকে আড় চোখে দেখার মত। হুমায়ুন সমগ্র -আমি আরেকবার পড়বো, ডুবে যাবো হিমু, মিসির আলির পরাবাস্তব জগতে।
সিরাজুল ইসলাম
আমার ব্লগ minbd.com এ আমরা আর হিমু , মিসির আলীরা

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




