কোল্ড ড্রিংকস আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই ক্ষতিকারক৷ কোল্ড ড্রিংকসে অনেক ধরণের রাসায়নিক পদার্থ থাকে যা স্বাস্থ্যের পক্ষে ভালো নয়৷ যেম ফসফোরিক অ্যাসিড অধিক মাত্রায় থাকে, যার কারণে হাড়ের মধ্যে ক্যালসিয়ামের অভাব দেখা যায়৷ দাঁতে ক্ষয়রোগ দেখা যায়, পেটের মধ্যে জ্বলন, ঘুম কম হওয়া, মাথা ব্যাথা, মনের মধেয তীক্ততা, কফ ইত্যাদি অসুখ দেখা দেয় অতিরিক্ত কোল্ড ড্রিংকস পান করলে৷ তাইতো ঘরে তৈরি প্রাকৃতিক পেয় সবথেকে স্বাস্থ্যকারী৷
গরমের দিনে তরল পানীয়ের বিশেষ মহত্ব হয়৷ তাইতো বলা হয় সারা দিনে 10-12 গেলাস জল অবশ্যই পান করা প্রয়োজন৷ গরমের সময়ে শরীরে ঘাম হওয়ার কারনে ঘামের সঙ্গে সঙ্গে প্রচুর পরিমানে জীবনরক্ষক পদার্থও বের হয়ে যায়৷ এই জীবনরক্ষক পদার্থগুলো হল-- সোডিয়াম, পটাশিয়াম ইত্যাদি৷ শুধু প্রাকৃতিক পদার্থের জুস পান করলেই শরীর ভালো থাকবে৷ সুতরাং চেষ্টা করবেন বিশেষ করে ফলের জুস পান করার যা শরীরের পক্ষে অত্যন্ত স্বাস্থ্যকারী৷
বিভাগ: সুন্দর মন সুন্দর ...
ট্যাগ্স: বিবিধ সুন্দর মন স্বাস্থ্যের অধিকারী কি ভাবছেন্? এটাই বাস্তব্...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




