শেয়াল যখন মুরগি নিয়ে পালায়, এই দৃশ্য দেখে বা এই ঘটনার প্রত্যক্ষদর্শী হয়ে নীরব থাকা অথবা নিরপেক্ষ থাকা মানে আসলে শেয়ালের পক্ষে থাকা। শক্তিমানদের শক্তিমত্তা প্রদর্শনের ঘনঘটায় দূর্বলদের জীবন-নাশ হয়, এই ব্যাপারে নিরপেক্ষ থাকার সুযোগ কোথায়? পক্ষ তো একটা নিতেই হয়! যুক্তি দিতে পারেন, শেয়ালেরও তো উদরপূর্তির অধিকার আছে! হ্যাঁ, তা আছে, কিন্তু মুরগিরও তো জীবন রক্ষার অধিকার আছে! আপনি কোন পক্ষে যাবেন, উদরপূর্তি না জীবনরক্ষা?
ব্লগারদের ব্লগ বাতিল করা নিয়ে এইরকম একটি পক্ষ-বিপক্ষ তৈরি করে ফেলেছে কতৃপক্ষ! তাদের আচরণ শেয়ালের মতো! সাময়িকভাবে ব্যান করা (জেনারেল, ওয়াচ বা কমেন্ট ব্যান যা-ই হোক না কেন!), আর ব্লগ বাতিল করা এক ব্যাপার নয়! ব্লগ বাতিল করার মানে হলো, ওই ব্লগে স্বয়ং ব্লগারেরও প্রবেশাধিকার থাকছে না। তার মানে হলো- আমার ব্লগ যদি বাতিল করা হয় তাহলে আমার এতদিনকার লেখাগুলোর কোনো হদিস থাকছে না! ব্যাপারটা আমি ভাবতেও পারছি না! একজন ব্লগারের লেখার ওপর সম্পূর্ণ অধিকার তো তার নিজের! তিনি সেই লেখা মুছে ফেলবেন, না পুড়িয়ে ফেলবেন, না রেখে দেবেন সেই সিদ্ধান্তও একান্তভাবেই সংশ্লিষ্ট ব্লগারেরই। কতৃপক্ষ সেটি কোন অধিকারে বাতিল করেন? কোন অধিকারে নিজের ব্লগবাড়িতে ব্লগারের প্রবেশাধিকার নিষিদ্ধ ঘোষণা করেন?
কয়েক মাস আগে রবিউল করিম ব্লগারদের লেখার কপিরাইট প্রসঙ্গে একটি পোস্ট দিয়েছিলেন। Click This Link
নীতিমালার একটি অস্পষ্ট পয়েন্ট উল্লেখ করে তিনি কতৃপক্ষের কাছে ব্যাখ্যা দাবি করেছিলেন। কতৃপক্ষের ব্যাখ্যাটা ছিলো এরকম :
"২২ শে জুন, ২০০৮ বিকাল ৫:৫০
নোটিশবোর্ড বলেছেন: 'বাঁধ ভাঙ্গার আওয়াজ' এ প্রকাশিত প্রতিটি লেখার স্বত্ব ও দায়দায়িত্ব সংশ্লিষ্ট লেখকের। ব্লগে প্রকাশিত যেকোন লেখা সংশ্লিষ্ট ব্লগারের পূর্বানুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সামহোয়্যার ইন সমর্থন করে না। সামহোয়্যার ইন এখন পর্যন্ত সংশ্লিষ্ট ব্লগারদের অনুমতি ছাড়া কোন লেখা অন্য কোথাও প্রকাশ করে নি এবং সেরকম কোন ইচ্ছাও সামহোয়্যার ইন এর নেই।
ব্লগ রেজিস্ট্রেশনের শর্তাবলীতে এ ব্যাপারে কিছুটা অস্পষ্টতার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। ব্লগ শর্তাবলীতে কপিরাইট সংক্রান্ত অস্পষ্টতা দূর করার জন্য অতি শীঘ্রই প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।
শুভ ব্লগিং।"
কতৃপক্ষের মতে যদি -"'বাঁধ ভাঙ্গার আওয়াজ' এ প্রকাশিত প্রতিটি লেখার স্বত্ব ও দায়দায়িত্ব সংশ্লিষ্ট লেখকের" হয়ে থাকে (এবং সেটি হতে বাধ্য), তাহলে নিজের লেখা বাতিলের অধিকারও একমাত্র সংশ্লিষ্ট লেখকেরই, কতৃপক্ষের নয়!
কতৃপক্ষ কি ভেবে দেখেছেন, যদি এই প্রশ্নে সংশ্লিষ্ট ব্লগার আইনগত ব্যবস্থা নিতে চান তাহলে তারা কি বিপদে পড়বেন!
ব্লগ বাতিলের এই কালো নিয়মটিকে আমি তীব্রভাবে প্রত্যাখ্যান করছি এবং নিয়মটি রদ করার জন্য কতৃপক্ষের কাছে দাবি করছি।
[আরেকটা অ-নিরাপদ পোস্ট দিলাম, এই পোস্টের প্রথম লাইনটিই এর কারণ!]