নানান চাপে ও তাপে জীবনটা তেজপাতা হয়ে গেলো রে ভাই!
ব্যক্তিগত জীবনে তো ঝামেলা থাকেই, সেইটা সামলাতে গিয়ে হিমশিম খাইতে হয়, তার ওপর আবার একের পর এক জাতীয় দুঃসংবাদ।
ব্লগটাকেও কেমন যেন মনমরা মনমরা লাগে।
আর ভাল্লাগে না! মনটা তছনছ হয়ে যাচ্ছে।
একটু আড্ডা-টাড্ডা দিয়া মনটা হালকা করতে চাই। যারা রাজি আছেন তারা আসেন। মন খুইলা কথা কন। শুধু আমার সাথে না, সবাই সবার সাথে।
যারা রাজি নাই, অথবা যারা মনে করেন, এই অবস্থায় আড্ড দেয়াটা একটা ফাইজলামি, তারা একটা মাইনাস দিয়া যান! বইলা-কইয়া দিয়েন রে ভাই, মাইন্ড করুম না!