হিন্দি সিরিয়াল ভাল না খারাপ সেই কথায় যাব না ব্যাপক তর্ক হতে পারে , তবে যাই থাকুক আমারা খারাপটাকে বেছে নেই । কারন আমাদের স্বভাবটা এমন । হিন্দি সিরিয়াল আমি তেমন দেখিনি ,টিভির প্রতি আমার নেশা কম তারপর ও যতটুকু শুনেছি বা দেখেছি এটার থেকে শেখার কিছুই নেই , সিরিয়াল এর মূল বিষয় পরিবারের ঝগড়া,বহুবিবাহ,এক নায়ক মরে গিয়ে আবার ফিরে আসা এমনি করে সিরিয়াল চলতে থাকে বছরের পর বছর । মুল কথা হল আমারা (যারা হিন্দি সিরিয়াল দেখি ) তারা নিজের অজান্তেই তাদের সংস্কৃতি গিলে যাচ্ছি যেটার প্রভাব সমাজে পড়বে কারন একটা জিনিস যখন আপনার চোখের সামনে কমাগ্রত ভাসতে থাকে আপনি মনের অজান্তেই সেটা গ্রহন করবেন । অনেকেই বলবেন ভাল খারাপ সব নিজের কাছে , তাদের প্রতি আমার প্রশ্ন ? আসলেই কি আপনি নিজে ভাল থাকতে পারবেন যদি আপনি খারাপ লোকের সাথে চলাচল করেন ? খারাপদের সাথে চলার ফলে কি আপনার আচরণে কোন পরিব্যর্তন আসবে না ? আপনি যেমন ই হোন না কেন খারাপের সাথে চলতে থাকলে আপনি নিজেই কখন খারাপটাকে ভাল ভেবে বসবেন সেটা বলা মুশকিল,তবে ব্যতিক্রম ও আছে তবে সেটার পরিমান সামান্যই । আজকাল অনেক বাসায় দেখা যায় হিন্দিতে কথা বলার চর্চা চলে এটা কেমন ধরনের চর্চা ? এই ভাষা কি আমাদের কোন কাজে আসবে ? আমারা ইন্ডিয়ার সিরিয়াল গ্রহন করছি ভাল কথা আমাদের কয়টা বাংলা চ্যানেল ইন্ডিয়াতে চলে কেউ কি বলতে পারেন ?আমাদের দেশের বতমানে নাটক,ছবি গুলোতেই একই অবস্থা বহুপ্রেম,পরকীয়া,মোবাইল প্রেম এই সব বিষয় বস্তু নিয়ে নাটক,ছবি চলে এই সব দেখলে মনে হয় দেশে বিষয়বস্তুর বড় আকাল পড়েছে । যারা নাটক,ছবি বানান তাদের প্রতি আমার একটা অনুরোধ প্লিজ আপনারা ভাল কিছু ৈতরী করেন কারন আমাদের সমাজ এটাকেই গ্রহন করবে ।
মোবাইল ফোন : ১০ সংখার এই ডিভাইসের মধ্যে যে কত রহস্য লুকিয়ে আছে তা কেউ বলতে পারবে না । ভাল যন্তের খারাপ ব্যবহার কেমন করে করতে হয় সেটা আমারা হাড়ে হাড়ে টের পেয়েছি । মোবাইল ফোন ব্যাবহার করা হয় যোগাযোগ এর জন্য । কিন্তু আজকাল আমারা এমন অবস্থায় গিয়ে পোছেছি যে মোবাইল ফোন ব্যবহার না করতে পারলেই যেন বাচি । মোবাইল কোম্পানীর সস্তা কলরেটের জোয়ারে প্রেমিক প্রেমিকারা রাতে না ঘুমিয়ে পার করে দেয় ,মোবাইল প্রেমে তারা একদিন বিগত আমলের প্রেমের সব রেকড শেষ করে দেবে আমার বিশ্বাস । অপরিচিত নম্বর থেকে পরিচয় একটু ভাল লাগা তার পর ভালবাসা তার পর বিয়ে তারপর ছাড়াছাড়ি ,এই বিষয় গুলো এখন আর নতুন নয় পত্রিকা খুললেই আমরা দেখতে পাই . তার উপর বিশেষ করে মেয়েদের সমস্যার পরিমান তা আরো বেশি অপরিচিত নম্বর তাকে অনবরত কল/মেসেজ আসতে থাকে । রিচাজ করতে গেলে শুরু হয় নম্বর নিয়ে খেলা । এই খেলা থেকে বয়স্ক মহিলারাও রেহাই পায় না । দামী মোবাইল নিয়ে পথে বের হতে সমসা ছিনতাই হবার ভয় থাকে । আরো আসে চাদার হুমকি,প্রান নাশের হুমকি . এই সব এর কোন সমাধান নেই আছে বিরম্বনা তার উপর আছে মিডিয়ার অতি বাড়াবাড়ি ,ঘটনার কোন সমাধান হয় না তার উপর কোন পেপার এ কে কত ভাবে এইটাকে পুজি করে ব্যবসা করতে পারে । ঘটনা শেষ হয়ে যায় রেশ থাকে যায় পেপার এ ব্যাপার টা এমন । সিরিয়াল কিংবা মোবাইল কোনটার প্রতি আমার বিদ্বেষ নেই,বিদ্বেষ হল গ্রহন করার ব্যাপার টা । আফসোস হয় কেন আমারা ভাল কোন কিছু কে ভাল ভাবে গ্রহন করতে পারি না । সমস্যাটা কোথায় ? জাতির কাছে প্রশ্ন ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




