আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে গ্রেফতার করায় গভীর উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে তার নিঃশর্ত মুক্তি দাবি করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন ফ্রন্ট লাইন। একইসঙ্গে ওই সংগঠন রিমান্ডের নামে মাহমুদুর রহমানকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হতে পারে বলে উদ্বেগ প্রকাশ করেছে।
গত বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে লেখা এক চিঠিতে সংগঠনের পরিচালক মেরি লাউলর এ দাবি ও উদ্বেগের কথা জানান। প্রধানমন্ত্রীর কাছে লেখা চিঠিতে বলা হয়, সরকারের সমালোচনা, গণমাধ্যমের ওপর দমননীতি, নানা ধরনের নির্যাতন, বিচারবহির্ভূত হত্যা, মানবাধিকার লঙ্ঘন, সর্বোপরি প্রধানমন্ত্রীর ছেলের আর্থিক দুর্নীতির খবর প্রকাশের কারণে মাহমুদুর রহমানকে গ্রেফতার ও আমার দেশ পত্রিকার প্রকাশনা বন্ধ করা হয়েছে বলে দৃঢ়ভাবে বিশ্বাস করে ফ্রন্ট লাইন।
চিঠিতে মাহমুদুর রহমানের বিরুদ্ধে দায়ের করা বিভিন্ন মামলার বিবরণ তুলে ধরে সংস্থার পক্ষ থেকে বলা হয়, আমরা মনে করি মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে আমার দেশ এবং মাহমুদুর রহমান সোচ্চার হওয়ায় এ ধরনের মামলা দেয়া হয়েছে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই। একইসঙ্গে আমরা গভীরভাবে উদ্বিগ্ন যে, এসব মামলায় রিমান্ডের নামে মানবাধিকার রক্ষায় সোচ্চার মাহমুদুর রহমানের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হতে পারে। কারণ বাংলাদেশে এ ধরনের নির্যাতন ধারাবাহিকভাবে চলছে। চিঠিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ফ্রন্ট লাইনের পক্ষ থেকে দাবি জানিয়ে বলা হয়, আমরা মনে করি মানবাধিকার রক্ষায় মাহমুদুর রহমানের বহুমুখী কর্মকাণ্ডের জন্যই তাকে গ্রেফতার করা হয়েছে। তার ওপর কোনো ধরনের শারীরিক ও মানসিক নির্যাতন না চালিয়ে তার সব ধরনের আইনগত অধিকার ও চিকিত্সার বিষয়টি নিশ্চিত করাসহ অবিলম্বে নিঃশর্তভাবে তাকে মুক্তি দেয়া উচিত।
একইসঙ্গে মানবাধিকার রক্ষায় বাংলাদেশে যারা কাজ করছে তারা যেন নির্ভয়ে ও বিনা বাধায় কর্মকাণ্ড পরিচালনা করতে পারে তা নিশ্চিত করার আহ্বান জানানো হয় চিঠিতে।
চিঠিতে বাংলাদেশের প্রধানমন্ত্রীর উদ্দেশে বলা হয়, ফ্রন্ট লাইন যথাযথ সম্মানের সঙ্গে আপনাকে স্মরণ করিয়ে দিতে চায়—জাতিসংঘের সর্বজনীন মানবাধিকার ঘোষণায় প্রতিটি ব্যক্তির মানবাধিকার রক্ষা ও মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার কথা বলা হয়েছে
আমাদের দেশ কুটনৈতিক রিপোর্টের সৌজন্যে

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




