আজও জানি না,
কেন তোমার চোখে ভালবাসার যাদু দেখিনি,
শুধু দেখেছি সর্বনাশা আগুনের খেলা।
যেই আগুন মেতে উঠেছিল
অস্তিত্বের সবটুকু পুড়িয়ে ফেলার পৈশাচিকতায়।
স্বকীয় অনুভূতিগুলো যেন
আমার কাছে করুন মিনতি করছিল বার বার ‘মুক্তি চাই’।
আর আমিও তাদের ফিরাতে পারি নি,
মুক্তি দিয়ে দিলাম তাদের তোমার কাছ থেকে,
উড়ে বেড়াতে দিলাম আবার।
অথচ কত মুখকে নির্মমভাবে বিদায় জানালাম
কত আনন্দ নিজের হাতে হত্যা করে ফেললাম
সেটা তুমিও জানো।
শক্ত শিকড় দিয়ে জড়ানো তোমার ভালবাসাকে ছাড়িয়ে
এখন বিরহের কাঁটারা চেপে ধরে আমাকে।
আরও ভয়ঙ্কর আগুনে পুড়ে যায় সব
এখন মনে হয় তোমার চোখের আগুনে পুড়তাম দিনরাত,
সেটাই বোধহয় ভাল ছিল।
কে ফিরিয়ে দেবে আবার সেই আগুন?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



