কোন করুন সুর বেজে উঠে নি কোথাও
কেউ গেয়ে উঠে নি,
বুকের গভীরে হাহাকার তৈরি করা কোন বেদনার গান।
মেঘ ফাটিয়ে আকাশ কাঁদে নি বৃষ্টি হয়ে,
যখন বিদায় জানিয়েছি তোমাকে।
হাত ছূঁয়ে দেখিনি তোমার
আলতো করে তোমার সুখ স্পর্শ করিনি
তোমার চোখের আবেগী মায়ায় আটকে থাকিনি।
নীরবতার কান্নার মাঝে হারিয়ে
অন্ধকারের রহস্যময় নি স্তব্ধতায় বিলীন হয়ে গিয়েছিলাম।
যখন বিদায় জানিয়েছি তোমাকে
আর তারপর
কান্নার জলে প্রতিদিন ঝাপসা হয়ে উঠেছিল আমার পৃথিবী।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



