কল্পনার চিত্রিত আঙিনায় বার বার
তোমার উন্মাদ নৃত্য।
যেন অবিরাম নেচে চল আমার বুকের উপর
তোমার উন্মাদ দুপায়ে।
আর ক্ষত বিক্ষত করে দাও আমার বুক।
কেউ দিতে পারে না একটা রাত
সেই রাতে শুধু চিৎকার করে কাঁদব
আর কাতরে চলব তোমাকে হারানোর ব্যথায়।
কেউ পারে না, আমার অশ্রুগুলো ঝরিয়ে দিতে।
কেউ, মমতার বাঁধনে জড়িয়ে সব কষ্টগুলো শুষে নিতে পারে না।
কিভাবে যে হেটে চলি জীবনের পথে,
গোলক ধাঁধাঁর মত পথ
সব পথ ঘোলাটে ধূসর।
ঘোরলাগা সময়ের বাঁকে বাঁকে
তোমার বিরহের ঘোর পাগল করে দেয়।
আর তুমি বেঁচে থাকো,
ব্যস্ততা, প্রেম আর আনন্দ নিয়ে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



