ভালবাসার দরজাটা খুলে দাও
আমি দাঁড়িয়ে আছি দরজার বাইরে।
একবার দরজাটা খুলে দিলেই
ঢুকে পড়ব তোমার লালিত স্বপ্নের ঘরে।
তারপর প্রতি রাতে তোমার স্বপ্ন-ঘরের জানালায়
রোদ এনে দেব।
এনে দেব রঙিন প্রজাপতিদের, তারা
তোমাকে ঘিরে আনন্দে উড়ে বেড়াবে।
আর এনে দেব গান গাওয়া পাখিদের, তারা
গানের মূর্ছনায় ভাসিয়ে দেবে তোমাকে।
আমি যেমন মায়াবী রাতে ‘ভালবাসি’ বলেছি
তেমনি তুমিও ক্লান্ত দুপুরে
বলে উঠবে, ‘ভালবাসি’।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



