এখানেই, শত কোটি মৃত্যুর জয়গান আকাশ বাতাস কাঁপিয়ে দেয়
এখানেই, বেলা শেষে, নিঃসঙ্গতার চাবুক সপাং সপাং মনে বাড়ি দেয়
এখানেই, কোটি মানুষের স্বপ্নকে হত্যা করে নির্মমভাবে
গড়ে তোলা হয় স্বর্গীয় প্রাসাদ, বন্য বিলাসিতা।
এখানে খাদ্যের অভাবে চলে কুকুরের সাথে প্রতিযোগিতা।
এখানে, দিনে দূপুর, রাত্রে চলে আলাদা আলাদা মৃত্যুর খেলা,
নিজের দেহ নিজেকেই দাফন করতে হয়
আরেকটি জীবনের বীজ হিসেবে। এখানে
জন্মেও যন্ত্রণা, মরণেও পাশবিক যন্ত্রণা।
মৃত্যুকে কামনাও পাপ, বেঁচে থেকে ভুল করাও মহাপাপ।
এখানে, এমনকি, ঘুমাতেও লাগে পরিশ্রম, তারপর
দুঃস্বপ্ন মহারাজ তো থাকেনই , হয়ে চিরসঙ্গী।
এখানে আদম হাওয়ার জীবনের তালে তালে
জীবন চলে প্রতি মানুষের। নিষ্পাপ শিশুরা কিছু বুঝে ওঠার আগেই,
কারাগারে বন্দী হয়ে যায়। রীতি নীতি ধর্ম অধর্ম আর
স্ট্যাটাসের কারাগারে। এখানেই কোরবানী হয়
হাজার কোটি ইচ্ছার। প্রতিদিন। এখানেই, এভাবেই,
হাজার বছর ধরে শুধু চলে,
বংশবিস্তার আর নিজ সাম্রাজ্য গড়ার লীলাখেলা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



